মিসরের সিনাই উপত্যকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তিরক্ষা বাহিনীর আটজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন মার্কিন সেনা রয়েছে।
বৃহস্পতিবারের এ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আরও ৯জন শন্তিরক্ষী গুরুতর আহত হয়েছে।
ব্লুমবার্গ ইসরাইলি একটি সূতের বরাত দিয়ে এখবর জানিয়েছে।
উল্লেখ্য, সিনাইয়ে যুক্তরাষ্ট্র ও ১২ টি দেশের এক হাজার ১৫৪ জন সেনা মোতায়েন রয়েছে। এদের মধ্যে ৪৫২ জন যুক্তরাষ্ট্রের।
বহুজাতিকবাহিনী ও পর্যবেক্ষকরা বলছেন, নিহতদের মধ্যে একজন ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রের শান্তিরক্ষী বাহিনী ছিল।
ইসরাইলি একটি সূত্র বলছে, বিধ্বস্তের এ ঘটনা আপাতদৃষ্টিতে দুর্ঘটনা বলে মনে হচ্ছে।
বিবৃতিতে হেলিকপ্টার বিধ্বস্তের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি এমএফও। নিয়মিত মিশনের অংশ হিসেবে হেলিকপ্টারটি সেখানে কাজে নিয়োজিত ছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে।