ঢাকা-১৮ আসনের উপনির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
তিনি বলেছেন, এই নির্বাচন মানের দিক থেকে আরও নিচে নেমে গেছে।
বিরোধী দলের অংশগ্রহণ, সমান আচরণবিধি প্রতিপালন ও প্রার্থীদের এজেন্ট উপস্থিতি বিবেচনায় এ মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয় থেকে ‘ঢাকা-১৮ উপনির্বাচন সম্পর্কে আমার বক্তব্য’ শীর্ষক এক লিখিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
ইসি মাহবুব বিবৃতিতে বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আমি ঢাকা-১৮ নির্বাচনী এলাকার নিকুঞ্জ, খিলক্ষেত ও উত্তরার ১৪টি কেন্দ্রের ৭০টি বুথ পরিদর্শন করি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার ধারণা হয়েছে, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন আরও নিচে নেমে গেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই দুই আসনে ভোটগ্রহণ হয়েছে।
ঢাকা-১৮ আসনে ভোটের পরিবেশ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তবে বিএনপির প্রার্থীর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।