জুমারদিনকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে শুরু হওয়া অভিযান ‘আকসা স্টর্ম’ বা তুফানুল আকসাময় করে তোলার আহবান জানিয়েছে এতে নেতৃত্ব দেওয়া স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
মঙ্গলবার (১০ অক্টোবর) পৃথিবীর সকল আলেম-ওলামাকে উদ্দেশ্য করে সংগঠনটির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে চলমান ইহুদিবাদী ইসরাইল বিরোধী স্বাধীনতা সংগ্রাম ও পবিত্র আকসার বিষয়ে জনসাধারণকে সচেতন করে তুলতে ১৩ অক্টোবর শুক্রবার জুমারদিনকে ‘তুফানুল আকসাময়’ করে তোলার আহবান জানানো হয়। যাতে বিশ্বজুড়ে সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত সমর্থন আন্তর্জাতিক মিডিয়াগুলোকে তা প্রচারে বাধ্য করে। প্রোপাগাণ্ডার শিকার লোকজনেরও হামাস ও স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের ব্যাপারে ভুল ভাঙ্গে।
এই লক্ষ্য সংঘবদ্ধ প্রচার-প্রচারণা ও সচেতনতা তৈরির মাধ্যমেই সম্ভব উল্লেখ করে লক্ষ্য অর্জনের সুবিধার্তে বিবৃতিতে কিছু বিষয় গুরুত্বের সাথে তুলে ধরার আহবান জানানো হয়।
১. নিশ্চয় এই যুদ্ধ পুরো মুসলিম উম্মাহর যুদ্ধ। এর বিজয় গোটা মুসলিম উম্মাহর বিজয়। এতে আল্লাহর দ্বীনের বিজয়ও নিহিত। কেননা এতে করে পবিত্র নগরী কুদস (জেরুসালেম) ও মসজিদে আকসা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মে’রাজ গমনের একটি স্থান, হারামাইন শরীফাইনের পর তৃতীয় পবিত্র তম ও মুসলিমদের প্রথম কেবলা, তাও রক্ষা পাবে।
২. ফিলিস্তিন, কুদস নগরী ও আল আকসার জন্য জানমালের কুরবানি ও এর বিজয়ের আবশ্যিকতা সম্পর্কে (বর্তমান ও পূর্ববর্তী) ওলামায়ে কেরামের ফতোয়া প্রকাশ করা। এ সংশ্লিষ্ট যে কোনো বার্তা অডিও হোক কিংবা ভিডিও সর্বত্র ছড়িয়ে দেওয়া।
৩. আকসাকে ধ্বংস করে এতে তাদের কাঙ্ক্ষিত হাইকলে সুলাইমানী (থার্ড টেম্পল) নির্মাণ করতে কীভাবে সময়ে সময়ে এর ভূমি গ্রাস করে নিচ্ছে তা প্রকাশ করা।
৪. আমাদের আত্মমর্যাদা সম্পন্ন স্বাধীন ফিলিস্তিনি ও মুসলিম বিশ্বের নারীদের উপর তাদের হামলার বর্ণনা দিয়ে ইহুদিবাদী ইসরাইলের জঘন্য রূপ ও বিদ্বেষের চিত্র সকলের সামনে তুলে ধরা। উদাহরণস্বরূপ (৪ এপ্রিল রমজানে) আকসা প্রাঙ্গণে নামাজরত নারীদের মধ্যে এক তুর্কি নারীর সাথে জঘন্য আচরণ করেছে।
৫. এ বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা যে, ইহুদিবাদী পরিকল্পনা (জায়োনিজম) উম্মাহর জন্য আগেও যেমন বিপজ্জনক ছিলো এখনো তেমনই বিপজ্জনক। আমাদের আরব দেশগুলোর সাথে যুদ্ধে অবতীর্ণ হয়ে, আরব ভূখণ্ড দখল করে, ‘গ্রেটার ইসরাইলের’ প্রচারণা চালিয়ে ইহুদিবাদের বাস্তবায়ন ঘটানোর জোর চেষ্টা চালাচ্ছে। এমনকি সম্প্রতি ফ্রান্সের এক কনফারেন্সে (ইসরাইলী অর্থমন্ত্রী) স্মোট্রিচকে (সিরিয়া, লেবাননের কিছু অংশের পাশাপাশি ফিলিস্তিন দখল করে গড়ে উঠা অবৈধ ইসরাইল সহ) ফিলিস্তিন, জর্ডানের সম্পূর্ণ ভূখণ্ড ও সৌদি আরবের বেশ কিছু অংশ নিয়ে অংকিত ইসরাইলের একটি নতুন মানচিত্র বক্তৃতা মঞ্চের সামনে ঝুলিয়ে রাখতে দেখা যায়। এছাড়া বেশকিছু ইহুদিবাদী শরণার্থীদেরও গ্রেটার ইসরাইলকে প্রচার করে এধরণের লেখা ও ছবি সম্বলিত টি-শার্ট পড়ে প্রচারণা ও পদযাত্রা করতে দেখা যায়।
৬. ইসরাইলী নেতা (যুদ্ধমন্ত্রী) গ্যালেন্ট ক’দিন আগে আরব-মুসলিম বিশ্বের জনগণ তুচ্ছতাচ্ছিল্য করে অমানবিক ও মানবতা বিরোধী বক্তব্য দিয়েছেন তা বেশি বেশি প্রচার করা। যেমন তিনি ফিলিস্তিনিদের মানুষরূপী পশুর সাথে তুলনা করেছিলেন।
৭. ইহুদিবাদীদের বর্ণবাদ, ফ্যাসিবাদ ও ফিলিস্তিনিদের উপর তাদের বর্বরতা, নৃশংসতা ও অসদাচরনের জঘন্য রূপ তুলে ধরার প্রতি বিশেষ মনযোগ দেওয়া।
৮. ইহুদিবাদীরা অস্ত্রশস্ত্র ও প্রযুক্তির মাধ্যমে কীভাবে নারী-শিশু, বৃদ্ধ ও বেসামরিক নিরীহ লোকদের হত্যা করছে, বিমানের সাহায্যে জাবালিয়া শরণার্থী ক্যাম্পের বাজারে বোমাবর্ষণ করছে, ঘরবাড়ির পাশাপাশি নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোকেও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ধ্বংস করছে, অসংখ্যা অগণিত লোকদের বাস্তুচ্যুত করছে, গাজ্জা উপত্যকাকে বিলীন করে দিতে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসা, মসজিদ ও চিকিৎসা কেন্দ্রগুলো ধ্বংস করছে তা তুলে ধরা। এসব মানবিক বিপর্যয়ের সংখ্যাগত তথ্য ও প্রফেশনাল ছবি-ভিডিও প্রচার বেশ কার্যকরী ভূমিকা পালন করে।
বিবৃতির শেষ অংশে বিশ্বের সকল ওলামায়ে কেরামের আবার আহবান জানিয়ে বলা হয়, হে উম্মাহর ওলামায়ে কেরাম! কথায়, কাজেকর্মে ও ভূমিকা রেখে জিহাদের উত্তম একটি প্রকার আজ আপনাদের অপেক্ষায় রয়েছে। গাজ্জায় ইহুদিবাদীদের অবরোধের শিকার আপনাদের মুসলিম ভাই-বোনেরা, ইহুদিবাদী সন্ত্রাসীদের কারাগারে দৃঢ়তা দেখানো মুসলিম ভাই-বোনেরা এবং পবিত্র নগরী কুদস (জেরুসালেম) ও বাইতুল মুকাদ্দাসে অবিচল থাকা ভাইবোনেরা আপনাদের অপেক্ষায় রয়েছে। আপনাদের যা যা করার সাধ্য রয়েছে, যে ত্যাগের সক্ষমতা রয়েছে তা করতে আপনারা যেনো অবহেলা না করেন। কোনো ধরণের দ্বিধাদ্বন্দে না ভুগেন। আপনারা এসবে অবদান রাখুন। নিশ্চয় এটি শরীয়ত ও উম্মতের জিম্মাদারি। আপনাদের পালনীয় আবশ্যকীয় দায়িত্ব।
সূত্র: হামাস