গাজ্জায় নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য জরুরি তহবিল ঘোষণা করেছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়াও উপত্যকা জুড়ে খাদ্য, পানি ও জ্বালানি বন্ধ করে দেওয়াকে “ভয়াবহ নিষ্ঠুর কর্মকাণ্ড” বলে উল্লেখ করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতি তীব্র নিন্দা জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য ১ মিলিয়ন রিঙ্গিত (২ লাখ ১২ হাজার মার্কিন ডলার) জরুরি তহবিল ঘোষনা করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জাম্বরি আব্দুল কাদের জানান, গত মঙ্গলবার সংঘর্ষে আটকে পড়া সিঙ্গাপুর ও মালেশিয়ার ২৩ জন নাগরিককে নিরাপদে মিশরে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও বর্তমানে সংঘর্ষের স্থানে আটকে পড়া মালয়েশিয়ার চিকিৎসক ও তার তিন সন্তানকে নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে।
উল্লেখ্য; ইসরাইল-ফিলিস্তিন এই যুদ্ধের কারণ হিসেবে ইসরাইলকেই দায়ী করেছে মালয়েশিয়া সরকার। তাদের দাবি, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠিত অবিচার ও নিপীড়নের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সূত্র: আল জাজিরা