রবিবার | ১৩ জুলাই | ২০২৫

পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না: মুফতী ফয়জুল করীম

spot_imgspot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশ আজ সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সরকারি দলের ছত্রছায়ায় বেড়ে উঠা এসব সন্ত্রাসীদের হাতে গোটা দেশের মানুষ জিম্মি হয়ে আছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাসীদের অভয়ারণ্যে রুপান্তরিত হয়েছে। এসব সন্ত্রাসীদের তত্ত্বাবধানে আজ মাদকের ভয়াবহ সয়লাব, ছাত্র ও যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। সরকার এর দায় এড়াতে পারে না। তাই সরকারকেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি শাপলা চত্বরে (মুক্তমঞ্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, পার্বত্য চট্টগ্রাম আজও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পুরো পার্বত্য চট্টগ্রাম। ইউপিডিএফ, জেএসএসসহ বিচ্ছিন্নবাদী সন্ত্রাসীগোষ্ঠির সন্ত্রাস, চাঁদাবাজী, জুলুম- নির্যাতনে পার্বত্য চট্টগ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশদ্রোহী সন্ত্রাসীগোষ্ঠী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img