হেফাজতে বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস আল্লামা জুনাইদ বাবুনগরীর একমাত্র ছেলে হাফেজ মুহাম্মাদ সালমানের বিবাহউত্তর ওয়ালিমা অনুষ্ঠান গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাস্থ বাবুনগরে অনুষ্ঠিত হয়েছে।
আল্লামা বাবুনগরীর আমন্ত্রণে এতে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ আলেম-উলামাসহ সমাজের বিশিষ্ট জনেরা। এরমধ্যে হেফাজতের সাবেক সিনিয়র নায়েবে আমীর মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহসভাপতি ও আল হাইয়াতুল উলিয়ার সদস্য মাওলানা নুরুল ইসলাম জেহাদী,
মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা হারুন আজিজী, মাওলানা মীর ইদরীস নদভী, মাওলানা হাসান জামীল, মাওলানা আবদুল বাসেত খান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবী, মাওলানা নুরুল আমীন মেহেদী, মাওলানা মাহমুদুল হাসান গুনবী, ইনসাফ সম্পাদক ও প্রকাশক সাইয়েদ মাহফুজ খন্দকার, মাওলানা রাফী বিন মুনির,
মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা রাশেদ বিন নূর ও মাওলানা আশরাফ মাহদী অন্যতম।