শনিবার, অক্টোবর ৫, ২০২৪

আন্দোলনে আহত ছাত্রদের দেখতে জামেয়া পটিয়ায় জামায়াতের নেতৃবৃন্দ

স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া পটিয়ার আহত ছাত্রদের দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। মাদরাসায় আহত ছাত্রদের মাঝে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এছাড়া মাদরাসার মসজিদে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ মাদরাসার যেকোনো সংকটে পাশে থাকার কথা জানান।

রবিবার (১১আগষ্ট) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় একটি দল আহত ছাত্রদের দেখতে মাদরাসায় উপস্থিত হন।

এ সময় মাদরাসার দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মুফতী হাফেজ আহমদ উল্লাহ, সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দিন জিয়া ও মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে মাদরাসায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর মুহাম্মদ আনোয়ারুল আলম চৌধুরী, বিশিষ্ট আলেম ড. মাওলানা সাইয়েদ আবু নোমান প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img