শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

ন্যাটো জোট যেখানেই উপস্থিত হয়েছে সেখানেই দাঙ্গা ও অস্থিরতা সৃষ্টি করেছে

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, আফগানিস্তান ও লিবিয়ার ট্র্যাজেডি এটা দেখিয়েছে যে ন্যাটো জোট যেখানেই উপস্থিত হয়েছে সেখানেই দাঙ্গা ও অস্থিরতা সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে ওয়াশিংটনে ন্যাটো জোটের মন্তব্যের নিন্দা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

লিন জিয়ান বলেন, উত্তর আটলান্টিক সামরিক জোট তথা ন্যাটো জোট এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে এবং এভাবে এ অঞ্চলে অশান্তি ছড়িয়ে দিতে চায়।

তিনি বলেন, ওয়াশিংটন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর একটি নতুন সংস্করণ গড়ে তুলতে চায়।

তিনি শীতল যুদ্ধের মানসিকতা ও সংঘাতের নীতি পরিত্যাগ করতে ন্যাটো জোটের প্রতি আহ্বান জানান এবং বলেন, চীনের সঠিক চিত্র পেতে, চীনের ঘরোয়া বিষয়ে নাক গলানো বন্ধ করতে, চীনের বিরুদ্ধে অভিযোগ বন্ধ করতে ও চীন-ইউরোপ সম্পর্কে উৎপাত বন্ধ করতে এটা জরুরি।

ন্যাটো জোট ইউরোপে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, চীন তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিষ্পত্তিমূলক সুরক্ষা করছে এবং রক্ষা করছে নিজের উন্নয়নের অধিকার।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img