শনিবার, জুলাই ২৭, ২০২৪

মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশের সকল মসজিদে মুসল্লি সংখ্যা বেধে দিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের সব মসজিদে তারাবির নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজে ইমাম, মুয়াজ্জিন, হাফেজসহ সর্বমোট ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। আগামী ১৪ এপ্রিল হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আনোয়ার হোসাইন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তেও সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া জুম’আর নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে।

এর সঙ্গে ইতোপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত মসজিদে জুম’আ ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img