শনিবার, মে ১৮, ২০২৪

এশিয়ার মেগা প্রজেক্ট ‘কাসা-১০০০’ এর কাজ পুনরায় শুরুর ঘোষণা দিলো আফগানিস্তান

এশিয়ার মেগা প্রজেক্ট ‘কাসা-১০০০’ এর কাজ পুনরায় শুরুর ঘোষণা দিলো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

দেশটির সরকার মুখপাত্র মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে একথা জানান।

বিবৃতি অনুসারে, এশিয়ার সবচেয়ে বড় বিদ্যুৎ সরবারাহ প্রজেক্ট কাসা-১০০০ এর কাজ পুনরায় শুরু করার বিষয়ে সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশ কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

২দিন ব্যাপী বৈঠক শেষে গত ৯ মার্চ একটি চুক্তিপত্র সাক্ষর হয়। বিশ্বব্যাংকও এই গুরুত্বপূর্ণ ও মেগা প্রজেক্টের কাজ সম্পন্ন করতে আর্থিক সহায়তার জন্য চুক্তিবদ্ধ হয়।আগামী ২ বছরের মধ্যে প্রজেক্টটির কাজ সম্পন্ন করতে এবছরই মার্চের শেষ দিকে পুনরায় কাজ শুরু করা হবে। ২০২৬ সালের মার্চের মধ্যে এর কাজ শেষ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, কাসা-১০০০ হলো মধ্য-এশিয়া থেকে দক্ষিণ এশিয়ায় নবায়নযোগ্য বিশুদ্ধ শক্তির বিদ্যুৎ সরবারাহের একটি বৃহত্তর প্রজেক্ট। এর মাধ্যমে আফগানিস্তান ও পাকিস্তানে ১ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবারাহ করবে মধ্য এশিয়ার অন্যতম দুটি দেশ কিরগিজস্তান ও তাজিকিস্তান।

প্রজেক্টটি বাস্তবায়নে কিরগিজস্তানের ডাটকা থেকে পাকিস্তানের পেশোয়ারের নওশেরা পর্যন্ত ১ হাজার ৩৮৭ কিলোমিটারের সুদীর্ঘ ট্রান্সমিশন লাইন ও ৪ হাজার ২৬৪টি ট্রান্সমিশন টাওয়ার স্থাপন করা হবে। এর মাধ্যমে আফগানিস্তানে ৩০০ ও পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ এর বিশাল চাহিদা পূরণ করা হবে।

২০১৬ সালে শুরু হয়ে ২০১৮ সালের মধ্যে এই মেগা প্রজেক্টটির কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে সে সময় এর কাজ শুরু করতে পারেনি দেশগুলোর সরকার।

আফগানিস্তানের মধ্যদিয়ে ৫৮০ কিলোমিটার দৈর্ঘের বৃহৎ ট্রান্সমিশন লাইন স্থাপনের পরিকল্পনাও কাজ শুরুর অন্যতম প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিলো। কেননা নিরাপত্তা ও স্থিতিশীলতা না থাকায় এবং আফগানিস্তানের সাথে পাকিস্তানের তৎকালীন বৈরী সম্পর্কের ফলে বিশ্বব্যাংক এই মেগা প্রজেক্টে সহায়তা প্রদান করা থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিলো।

মূলত ২০০৬ সালে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়, যখন কিরগিজস্তান ও তাজিকিস্তানে তাদের প্রয়োজনের অধিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয় এবং আফগানিস্তান ও পাকিস্তানকে তা বিক্রয়ের প্রস্তাব দেয়।

২০২১ সালে আফগানিস্তানে আমেরিকার পরাজয়ের পর তালেবান নেতৃত্বাধীন সরকারের অধীনে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসায়, পাকিস্তানের সাথে সম্পর্ক তুলনামূলক স্বাভাবিক হওয়ায় এবং দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ চাহিদা দিন দিন বাড়তে থাকায় বিশ্বব্যাংক এই প্রজেক্টে অর্থ সহায়তার অনুমোদন দেয়।

প্রকল্পটি বাস্তবায়নে বর্তমানে এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১.২ বিলিয়ন মার্কিন ডলার।

সূত্র: আল ইমারাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img