শনিবার, মে ১৮, ২০২৪

তালেবান সরকারের মাস্টার্স ডিগ্রী পরীক্ষায় ৫১ হাজার দাওরা ফারেগ মাদরাসা ছাত্রের অংশগ্রহণ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকার আয়োজিত মাস্টার্স ডিগ্রীর বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করলো দাওরায়ে হাদিস সম্পন্নকারী ৫১ হাজার মাদরাসা ছাত্র।

ইসলামিক স্টাডিজের উপর মাস্টার্স ডিগ্রী গ্রহণের এই বিশেষ পরীক্ষায় অংশগ্রহণকারীদের পরীক্ষার জন্য ৭টি জোন নির্ধারণ করে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

কান্দাহারের প্রধান কেন্দ্র থেকে পরীক্ষার উদ্বোধন করেন দেশটির বর্তমান শিক্ষামন্ত্রী শাইখুল হাদিস মাওলানা নিদা মুহাম্মদ নাদিম।

উদ্বোধনকালে শাইখুল হাদিস মাওলানা নিদা মুহাম্মদ পরীক্ষায় অংশগ্রহণকারী নবীন ওলামাদের উদ্দেশ্য করে বলেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। আমরা আপনাদের সফলতা কামনা করছি। বিশেষ এই পরীক্ষায় কৃতকার্যদের মাস্টার্স ডিগ্রী প্রদান করবে আমাদের সরকার।

এসময় পরীক্ষা জোনগুলোতে তালেবান নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পরীক্ষার পরিবেশ ও স্বচ্ছতা নিয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষায় অংশগ্রহণ করা দাওরা ফারেগদের সফলতা কামনা করেন।

সূত্র: আল ইমারাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img