শনিবার, মে ১৮, ২০২৪

বিমান থেকে মানবিক সাহায্য ফেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা জানালো ইরান

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চলমান আগ্রাসনের মধ্যেই আকাশপথে নিরীহ ফিলিস্তিনিদের মানবিক সহায়তা প্রদান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন এটি ‘হাস্যকর’ ও ‘বেদনাদায়ক।’

সোমবার (১১ মার্চ) এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একদিকে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ বিরতির প্রস্তাবে ভেটো প্রদান করে, অন্যদিকে লোক দেখানোর জন্য হাস্যকর উপায়ে মানবিক সহায়তা প্রদান করে বিশ্বের কাছে নিজেদের চরিত্র ভালো করার চেষ্টা করে।

তিনি আরো বলেন: “আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে পরিচিত পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ফিলিস্তিনিদের সমর্থনের জন্য একটি বিশেষ দিন হবে। আমরা আত্মবিশ্বাসী যে, ইরান ও বিশ্বজুড়ে এটি জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে।”

নাসের কানানি বলেন, গাজ্জায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে ইহুদিবাদীদের নৃশংস হামলা দেখছে বিশ্ব। তবে দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ এ বিষয়ে নিশ্চুপ রয়েছে। অথচ তাদের প্রধান কাজ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।

সূত্র: প্রেস টিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img