শনিবার, মে ১৮, ২০২৪

ভারত মহাসাগরে জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ। জাহাজটির নাম এমভি আবদুল্লাহ। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ।

আজ মঙ্গলবার (১২ মার্চ) বেলা একটায় জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে গ্রুপটি।

নাম প্রকাশে অনিচ্ছুক নৌ পরিবহণ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিষয়টি আমরাও শুনেছি। আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযাগ করছি।

এর আগে ২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ “জাহান মণি”। নিকেলভর্তি ওই জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। ১০০ দিনের মাথায় জলদস্যুদের কবল থেকে তাদের মুক্তির পর দেশে ফিরিয়ে আনা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img