শনিবার, মে ১৮, ২০২৪

কৃষিক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইরান ও আফগানিস্তান

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের ৮০ শতাংশেরও বেশি মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম কৃষি। ২০২১ সালে দেশটির ক্ষমতা গ্রহণের পর থেকে কৃষিক্ষেত্রে উন্নতির চেষ্টা চালিয়ে আসছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। আর এ উদ্দেশ্যকে সামনে রেখে কৃষিক্ষেত্রে ইরানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে দেশটি।

গতকাল সোমবার (১১ মার্চ) কাবুলে নিয়োজিত ইরানের ডেপুটি রাষ্ট্রদূত গোলাম রেজা নাজারির সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক করেছেন আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী মাওলানা সদর আজম ওসমানী।

বৈঠকে, দুই প্রতিবেশী দেশের মধ্যে কৃষি সহযোগিতা জোরদার করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনায়, উভয় দেশের কৃষিবিদদের পারস্পরিক সহযোগিতা, যৌথ গবেষণা, প্রযুক্তি বিনিময়, কৃষি পণ্য বিক্রয়ের জন্য প্রচার ও উন্নয়ন উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আফগান কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব দ্বিপাক্ষিক চুক্তি ও সহযোগিতা জোরদার করতে খুব শীঘ্রই ইরানের ডেপুটি কৃষিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাবুল সফর করবেন।

সূত্র : বাখতার নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img