পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। হলদিয়ায় নমিনেশন জমা দেওয়ার দিন ব্যক্তিগত সম্পত্তির বিবরণ জমা দেন তিনি। বিবরণে তিনি উল্লেখ করেন তাঁর গাড়ি নেই, নেই নিজের নামে বাড়িও। আর তাঁর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৭ লাখ রুপি।
বুধবার (১০ মার্চ) হলদিয়ায় নমিনেশন জমা দেওয়ার দিন এ তথ্য দেন তিনি।
সম্পত্তির বিবরণে তিনি জানান, ব্যাংকে রয়েছে, ১২ লাখ ২ হাজার ৩৫৬ রুপি এবং নগদ অর্থ রয়েছে ৬৯ হাজার ২৫৫ রুপি। তাঁর ন্যাশনাল সেভিং সার্টিফিকেটের মূল্যও ১৮ হাজার ৪৯০ রুপি। তাঁর গহনার পরিমাণ ১০ গ্ৰামের চেয়েও কম। স্বর্ণের যে গহনা আছে তা ৯ গ্ৰাম ৭৫০ মিলিগ্ৰাম। যার বর্তমান বাজার মূল্য ৪৩ হাজার ৮৩৭ রুপি। সবকিছু মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ ১৭ লাখ রুপির কাছাকাছি।
তিনি আরও জানান, তাঁর কোথাও কোনো ঋণ নেই। এমনকী পারিবারিক সূত্রে কোনো পৈতৃক সম্পত্তিও তিনি পাননি। বাকি নেই ইনকাম ট্যাক্স।