সোমবার, মার্চ ২৪, ২০২৫

যুদ্ধে হারিয়ে যাওয়া সন্তানকে এক বছর পর খুঁজে পেলেন ফিলিস্তিনি বাবা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন থেকে বাঁচতে গাজ্জার একটি স্কুলে আশ্রয় নেন তারিক আবু জাবালের পরিবার। পরে সেখানেও বোমা হামলা চালায় ইসরাইল। এতে তার স্ত্রী শহীদ হন এবং তার ছেলে মোহাম্মদ হারিয়ে যায়। তবে আল্লাহর দয়ায় এক বছর পর গাজ্জায় যুদ্ধবিরতি কার্যকরের পর ছেলে মোহাম্মদকে ফিরে পান জাবাল।

জাবাল জানান, তিনি যখন ওই স্কুলে তার পরিবারের খোঁজ নিতে যান, তখন জানতে পারেন তার স্ত্রী নিহত হয়েছেন। আর তিনি মোহাম্মদকে কোথাও খুঁজে পানননি। মোহাম্মদকে পুনরায় খুঁজে পেয়ে তিনি নতুন করে বাঁচার শক্তি পেয়েছেন।

তিন বলেন, আমি জানতাম না সে বেঁচে আছে নাকি শহিদ হয়েছে।

এক বছর পর, আবু জাবাল একটি টিভি সাক্ষাৎকারে মোহাম্মদকে দেখে চিনতে পারেন। সেখানে তিনি তার ছেলেকে এক ব্যক্তির কোলে দেখেন। পরে তিনি জানতে পারেন, ওই ব্যক্তিই তার ছেলের প্রাণ বাঁচিয়েছেন।

মোহাম্মদকে বাচানো ব্যক্তির নাম রাসিম নাভান। তিন আল-জাজিরাকে বলেন, আমরা যে স্কুলে আশ্রয় নিয়েছিলাম সেখানে বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে বহু মানুষ হতাহত হন। তাই আমি স্ত্রী-সন্তান নিয়ে স্কুলটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমি যখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন একটি বাচ্চার কান্নার আওয়াজ পাই এবং সেখানে ছুটে যাই।

রাসিম নাভানের স্ত্রী ফাওয়াকেহ নাভান বলেন, আমি আমার স্বামী কোলে একটি ছোট শিশুকে দেখে অবাক হই। আমি জানতাম না সে কার সন্তান। পরে আমার স্বামী জানান, তিনি বাচ্চাটিকে একটি ক্লাসরুমে মৃতদেহের চারপাশে তার মায়ের জন্য কান্না করতে দেখেন।

সেখান থেকে রাসিম তার পরিবার নিয়ে দক্ষিণ গাজ্জায় পালিয়ে যান। পরে যুদ্ধবিরতি কার্যকর হলে, গত ২৯ জানুয়ারি উত্তর গাজ্জায় ফিরে আসে তারা। এরপরই মোহাম্মদের সন্ধান পান তার বাবা তারিক আবু জাবাল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img