অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট দূর করতে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। ধীরে ধীরে সংকট থেকে বেরিয়ে আসছি। বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ঊর্ধ্বমুখী বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, আমরা রিজার্ভেও উন্নতি করছি। কাজেই যেসব সমস্যা আছে তাও কেটে যাবে।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী।
এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধি, ফ্রান্স সরকারের জলবায়ুবিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর আর্নড হেমলিয়ারস সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা নির্দিষ্ট কোনো দেশের ওপর নির্ভরশীল না। আমরা সবার পরামর্শ ও আইডিয়া গ্রহণ করি।