বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনে পাশে রয়েছে জাপান। অর্থনৈতিক উন্নয়নে আগের মতোই পাশে থাকবে জাপান সরকার।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনে পাশে রয়েছে জাপান। অর্থনৈতিক উন্নয়নে আগের মতোই পাশে থাকবে জাপান সরকার।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে (রিজার্ভ) সংকট আছে কিন্তু আমরা তা কাটিয়ে উঠছি। ধীরে ধীরে আমরা উন্নতি করছি। একই সঙ্গে বাংলাদেশ (রিজার্ভ) এখন ঊর্ধ্বমুখী। বাংলাদেশ যে সম্ভাবনার দেশ, আমরা সেই ট্র্যাকেই ফিরে এসেছি।
এর আগে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) আবাসিক প্রতিনিধি আর্নড হেমলিয়ারসের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকাল্যারাল ডেভেলপমেন্টের প্রজেক্ট কার্যক্রম চালু রয়েছে। সেখানে তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে।