শনিবার, জুলাই ২৭, ২০২৪

রাফাহ শহরে গণহত্যা চালাচ্ছে ইসরাইল: হামাস

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ’তে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দ্বারা বোমা হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সেই সঙ্গে এই হামলাকে ‘গভীর গণহত্যা’ বলেও উল্লেখ করেছে স্বাধীনতাকামী সংগঠনটি।

সোমবার এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, “গাজ্জার রাফাহ শহরের উপর ইসরাইলের এমন হামলা একটি সম্মিলিত অপরাধ। এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও তাদেরকে গাজ্জা থেকে তাড়ানোরই একটি প্রচেষ্টা”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “গত ২ সপ্তাহ আগে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের জারি করা যায় স্পষ্টভাবে অবজ্ঞা করেছে।”

প্রসঙ্গত, রবিবার রাতে রাফাহ শহরে ব্যাপক বিমান হামলা চালায় সন্ত্রাসী ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরো ২৩০ জন।

বিবৃতিতে, গাজ্জায় ইসরাইলি গণহত্যা বন্ধের জন্য আরব লীগ, ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবিলম্বে ও গুরুতর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “গাজ্জায় আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে ইসরাইলকে অর্থ অস্ত্র ও রাজনৈতিকভাবে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।”

সূত্র: প্রেস টিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img