বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আল-জাজিরার প্রতিবেদন মিথ্যা হলে সেটি প্রমাণ করুন: গয়েশ্বর

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ তো বহু কিছু হজম করে ফেলেছে। আল জাজিরার প্রতিবেদন কেন হজম করতে পারছে না? আপনারা পারলে এ প্রতিবেদনটি যে মিথ্যা, সেটি প্রমাণ করুন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ তো বহু কিছু হজম করে ফেলেছে। এ প্রতিবেদন কেন হজম করতে পারছে না? আপনারা পারলে আল-জাজিরার প্রতিবেদনটি যে মিথ্যা, সেটি প্রমাণ করুন। আল-জাজিরার সম্প্রচার বন্ধ করে কোনো লাভ নেই। বাংলাদেশে বন্ধ থাকলেও বিশ্বের অন্যান্য দেশে তো আল-জাজিরার সম্প্রচার চলমান থাকবে।

এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান সাইফুদ্দীন মনি, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ডা. মাসুদ হোসেন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img