শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

টিউবওয়েল স্থাপনে নিম্নমানের কাজের প্রতিবাদ করায় প্রকৌশলীকে মারধর

ফেনীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টিউবওয়েল স্থাপনে নিম্নমানের কাজের প্রতিবাদ করায় সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী সমশের আলীকে মারধর করেছে ঠিকাদার ও তার সহযোগীরা। পরে পুলিশ ঠিকাদারসহ ৩ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফেনী সদর উপজেলার ভূমি অফিসে টিউবওয়েল স্থাপনের কাজ পায় ঠিকাদার হুমায়ূন কবীর। কাজ নিম্নমানের হওয়ার বৃহস্পতিবার রাতে দেখতে যায় প্রকৌশলী সমেশর আলী। প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারকে সঠিকভাবে কাজ করার কথা বললে অকথ্য ভাষায় গালমন্দ করে তাকে মারধর করা হয়।

এ সময় স্থানীয়রা ঠিকাদার হুমায়ূন কবীর, জিলানী ও দেলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে। আইয়ুব মিস্ত্রি নামে একজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত সমেশর আলীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি বাদী হয়ে মামলা করেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img