শনিবার, জুলাই ২৭, ২০২৪

আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার যোগ্যতা আছে ইরানের: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার যোগ্যতা রয়েছে ইরানের। একই সঙ্গে তিনি আশা করেছেন, তেহরানের ওপর থেকে মার্কিন অন্যায় নিষেধাজ্ঞা উঠে যাবে।

সম্প্রতি পাকিস্তানের শীর্ষ পর্যায়ের গণমাধ্যম ব্যক্তিত্ব এবং গবেষকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে ইমরান খান ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে দুঃখ প্রকাশ করেন। ২০১৮ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের ওপর আগের নিষেধাজ্ঞাসহ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন।

ইমরান খান বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ইরান এবং পাকিস্তানের মধ্যকার বাণিজ্য সম্পর্ক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে।

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার পর গত বছরের মার্চ মাসে ইমরান খান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া উচিত।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img