বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য : সাবেক বিচারপতি সহিদুল ইসলাম

খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মো: সহিদুল ইসলাম।

তিনি বলেন, খালেদা জিয়া যে অভিযোগের আসামি, আমার মনে হয় না সেখানে জামিন দিতে কোনো বাধা আছে। এই অভিযোগে তো মৃত্যুদণ্ড হয় না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের ব্যাপারে শিথিলতা আছে। কিন্তু বেগম খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য। তিনি জামিন পেতে পারেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহ-সভাপতি মো: জালাল উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট সাইফুর রহমান, সাপ্তাহিক আইনপক্ষের সম্পাদক ড. মো: গোলাম রহমান ভূঁইয়া প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img