বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদ সত্ত্বেও ফিলিস্তিনের উপর বর্বর নির্যাতন ও আগ্রাসন অব্যাহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। নির্যাতনের ধারাবাহিকতায় এবার অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলেএক ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করেছে ইহুদিবাদী সেনারা।
শনিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে
বিবৃতিতে বলা হয়েছে, সেখানের বেইত গ্রামে ইসরাইলী বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে ওই ব্যক্তির মাথায় গুলি লাগে এবং তিনি মারাত্মকভাবে আহত হন। পরে, তাকে নাবলুসের একটি হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
এদিকে, ফিলিস্তিন মানবাধিকার গ্রুপ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ১১৪৯ ফিলিস্তিনি শিশুকে বন্দি করেছে ইসরায়েল। এছাড়া ২০০০ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১৯ হাজার শিশুকে বন্দি করার অভিযোগ রয়েছে।