শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আকাশের মতো উদার, মানবিকতার দিক থেকে ছিলেন অনন্য। সবাইকে আপন করে নেওয়ার বিরল গুণের অধিকারী ছিলেন তিনি।
শনিবার (১১ ডিসেম্বর) মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক দর্শন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আজীবন শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছেন, সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকরীকরণ করেছেন, সকল শিল্প-কলকারখানাকে রাষ্ট্রায়ত্ত শিল্প হিসেবে ঘোষণা দেন। স্বাধীনতার পরপরই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে শ্রম আইন প্রণয়ন করে দেন, শ্রম আইনে কারখানার লভ্যাংশের নির্দিষ্ট অংশ শ্রমিকদের প্রদানের বিষয়টি সংযুক্ত করে দেন।