ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জিয়াউল হকের দখলে থাকা জমি উদ্ধার করেছে বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
আজ সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন জেলা সমাজসেবা কার্যালয়ের সামনের এতিমখানা মার্কেটের নামে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তর বরিশালের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, পূর্ব থেকেই নোটিশ দিয়ে আমরা রূপাতলী থেকে সাগরদী ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। পর্যায়ক্রমে ঢাকা-বরিশাল কুয়াকাটা মহাসড়কের রাস্তার দুই পাড়ে সব অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে।
জিয়াউল হক হচ্ছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক পরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের বড় ভাই।
যদিও জিয়াউল হকের পরিবার দাবি করেছেন, সরকারের কাছ থেকে আগে ইজারা নিয়ে জমিটি ব্যবহার করলেও সড়কটি ফোর লেনে উন্নীত করায় সড়ক ও জনপথ জমিটি নিয়ে গেছে।
এতিমখানা মার্কেটের ঈশান ফার্মেসীর শাহিনুর রহমান খান বলেন, এনটিএমসির সাবেক পরিচালক জিয়াউল আহসান যখন র্যাবে ছিলেন তখন র্যাবের আরেক সদস্য কামরুলকে দিয়ে তার সমস্ত ব্যবসার দেখভাল করাতেন। কামরুলই এতিমখানা মার্কেট পরিচালনা করতেন। ২০২১ সালে আমি পজিশন বাবদ অগ্রিম সাড়ে ৪ লাখ ও ডেকোরেশন বাবদ ৩ লাখ টাকা দেই। প্রতিমাসে ১১ হাজার টাকা ভাড়া ছিল। আমাদেরকে বলেছিল ২০৩০ সাল পর্যন্ত ইজারা আছে, কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, জিয়াউল আহসানের বড় ভাই জিয়াউল হক তাদের বাবার নামে করা নাসির উদ্দিন এতিমখানা ও হাফিজি মাদরাসা দেখভাল করতেন। এতিমখানা মার্কেটের জমিও তার নামে ইজারা নেওয়া ছিল।
মার্কেটের ভোজন বিলাস রেস্টুরেন্টের মালিক আল-আমিন মল্লিক বলেন, ২০১৬ সালে মার্কেটটি গড়ে তোলা হয়। তখন আমি ১৬ লাখ টাকা অগ্রিম দেই কামরুলের কাছে। সর্বশেষ চলতি বছরের ১ নভেম্বর আরও ১০ লাখ টাকা নিয়েছে। জিয়াউল আহসান সকল ব্যবসা কামরুলকে দিয়েই চালাতো।