অবিলম্বে গাজ্জায় যুদ্ধবিরতির দাবিতে ব্রিটেনের রাজধানী লন্ডনে লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (১১ নভেম্বর) হায়ডে পার্ক থেকে মিছিল করে ভক্সহলের নাইন এলমসের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস পর্যন্ত যান তারা।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে, ফিলিস্তিনিদের পক্ষে হওয়া এ মিছিলে ৩ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। যারা সবাই গাজ্জায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজ্জায় ইসরাইলের হামলার পর— আজ শনিবার লন্ডনে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় মিছিল দেখা গেছে। গত এক মাস ধরে যুক্তরাজ্যের লন্ডনসহ বিশ্বের সব বড় শহরগুলোতে ইসরাইলের পক্ষে মিছিলসহ বিভিন্ন কার্যক্রম দেখা যাচ্ছে।
সূত্র: বিবিসি