মঙ্গলবার | ৮ জুলাই | ২০২৫

গাজ্জায় নারী ও শিশু হত্যার জন্য হামাসকেই দায়ি করছেন নেতানিয়াহু!

spot_imgspot_img

গত এক মাস ধরে, গাজ্জা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। তবে এ হত্যার দায় রাতারাতি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কাঁধেই চাপানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছেন অবৈধ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, “যেহেতু গত ৭ অক্টোবর হামাসের পক্ষ থেকে এই যুদ্ধ শুরু করা হয়েছে, সেহেতু বেসামরিকদের মৃত্যুর জন্য হামাস সরাসরি দায়ী।”

শুক্রবার (১০ নভেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মন্তব্যের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে এ বিষয়টি জানান নেতানিয়াহু।

বিবৃতিতে, হামাসকে দায়েসের সাথেও তুলনা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমরা এই যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি ও বেসামরিক নাগরিকদের যেন কোন ক্ষতি না হয় সে জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করছি।”

যদিও ইসরাইলি প্রধানমন্ত্রীর এই মন্তব্য ও গাজ্জার পরিস্থিতি বিপরীতমুখী অবস্থানের সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিশ্লেষকরা। মুখে এমন কথা বললেও বাস্তবতা হল, গাজ্জা উপত্যকায় ইতিমধ্যে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img