নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমানে দেশে এক মণ ধান বিক্রি করে এক কেজি গরুর গোস্ত কেনা যায় না। মানুষের পেটে খাবার নেই। পরনে কাপড় নেই। সমস্ত বাজারে দাউ দাউ করে আগুন জ্বলছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত ‘স্বাধীন বাংলাদেশ তুমি কার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলছেন- আমরা সক্ষমতা অর্জন করেছি, আমরা এখন ইউরোপের অস্ত্র কিনতে পারি। যদি এভাবে যেতে চায়, ২০২৩ পর্যন্ত সরকার যেতে পারবে না। উন্নয়ন মানে কয়টা ব্রিজ করা না, নিয়নবাতি লাগানো না। এমনকি জিডিপি বা মাথাপিছু আয়বৃদ্ধিও উন্নয়ন নয়। উন্নয়নের সব সূচক উন্নত হলেই দেশকে উন্নত বলা যাবে।