করোনাভাইরাসের সংক্রমন থেকে বাঁচতে মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির আগামী শনিবার বাজারে আনছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। স্কয়ারের ওষুধটির জেনেরিক সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘মলভির’। ক্যাপসুলের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
এরইমধ্যে ওষুধটি বাজারজাতকরণ শুরু করেছে বেক্সিমকো ও এসকেএফ ফার্মাসিউটিক্যাল। ওষুধটি বাজারে আনতে আরও আবেদন করেছে জেনারেল, বিকন, রেনেটা, ইনসেপটা, একমি, হেলথকেয়ার ও পপুলার ফার্মাসিউটিক্যালস।
সম্প্রতি যুক্তরাজ্যে করোনার চিকিৎসায় ওষুধটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। মলনুপিরাভির যৌথভাবে তৈরি করেছে বৃটেনের ওষুধ কোম্পানি মার্ক ও রিজব্যাক বায়োথেরাপিউটিক। ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানিসহ ১৭টি দেশে।