জ্বালানির অভাবে অবরুদ্ধ গাজ্জা উপত্যকার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটিও বন্ধ হয়ে গেছে। ফলে পুরো উপত্যকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
বুধবার (১১ অক্টোবর) গাজ্জার জ্বালানি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
গত শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় ভোরের দিকে হামাসের হামলার পর গাজ্জা উপত্যকায় সর্বাত্মক অবরোধ আরোপ করেছে ইসরাইল। এরপর উপত্যকায় বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, পণ্য ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে দখলদার কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গাজ্জায় অবরোধ আরোপ এবং একমাত্র বিদ্যুকেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় এখন সেখানকার বাসিন্দাদের জেনারেটরের ওপর নির্ভর করতে হবে। তবে জেনারেটর পরিচালনার জন্যও জ্বালানির দরকার; যা অবরোধের কারণে জোগাড় করা সম্ভব নয়।
গাজ্জার বিদ্যুৎ বিভাগের প্রধান জালাল ইসমাইল বুধবার এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় দুপুর ২টায় গাজ্জা উপত্যকার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর আগে জ্বালানি শিগগিরই ফুরিয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছিলেন তিনি।
সূত্র: বিবিসি