বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধের সর্বশেষ আপডেট

 

গাজ্জায় ইসরাইলি বাহিনী কর্তৃক নিষিদ্ধ হোয়াইট ফসফরাস বোমা নিক্ষেপের নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতা ম্যাক্সওয়েল ফ্রস্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, “নিরপরাধ মানুষ নিহত হওয়ায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে। গাজ্জার মানুষ একে পৃথিবীর নরক বলে থাকে। যেখানে দুই মিলিয়ন জনতার বসবাস যার অর্ধেক শিশু।”

তিনি আরো বলেন, “আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিকদের উপর বোমা হামলা, সম্মিলিত শাস্তি ও সাদা ফসফরাসের ব্যাবহার নিষিদ্ধ যা অবশ্যই ইসরাইলকে মেনে চলতে হবে।” এর পূর্বে, চলমান যুদ্ধে দখলদার ইসরাইল গাজা ও দক্ষিণ লেবাননে সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে নিশ্চিত করেছে হিউম্যান রাইটস ওয়াচ।


ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রতি পুনরায় সমর্থন প্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক এক্স বার্তায় তিনি অবৈধ রাষ্ট্রটির প্রতি সমর্থন জানিয়ে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র হামাসের দ্বারা সংঘটিত নিছক খারাপ কাজের ফলস্বরূপ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে।”


ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধের ৭ম দিনে এসে ফিলিস্তিনি শহীদের সংখ্যা বেড়েছে। গাজ্জায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। আহত হয়েছে ৬ হাজার ৬১২ জন। রামাল্লায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ৩৬ জন ফিলিস্তিনি নিহত ও ৬৫০ জন আহত হয়েছে।


ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে ৩ লাখ ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। তিনি আরো বলেন, বাস্তুচ্যুত এসব ফিলিস্তিনিদের মধ্যে প্রায় ২ লাখ ১৮ হাজার মানুষ ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি পরিচালিত ৯২ টি স্কুলে আশ্রয় নিচ্ছেন।


গাজ্জায় পুনরায় খাদ্য ও ওষুধ সরবরাহ শুরু করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা


গাজ্জায় ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলা ও এতে ফ্রান্স সরকারের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ফ্রান্সের জনগণ। বিক্ষোভে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ফ্রেঞ্চ সরকারের নিষেধাজ্ঞা থাকায় বিক্ষোভে আগতদের ছত্রভঙ্গ করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সবচেয়ে বেশি ব্যাঙ্গ করা ইসলাম বিদ্বেষী দেশটির পুলিশ বাহিনী।

সূত্র: আল জাজিরা


গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়: ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত ১৫৩৭ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। আহত হয়েছেন ৬৬১২ জন।

সূত্র: আল জাজিরা


সরকারের উপর ক্ষেপে উঠছে ইসরাইলের জনগণ। নাগরিকদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত না করে গাজ্জায় অভিযান চালিয়ে যাওয়ায় বেশ কয়েকজ ইসরাইলী নাগরিক তাদের স্বাস্থ্যমন্ত্রী ইয়ুআব বেনজুরের গাড়ি রোধ করে। ইসরাইলী নিরাপত্তাকর্মীদের সাথে ধস্তাধস্তি করতে করতে গাড়ির কাছে তেড়ে গিয়ে তাদের নিরাপত্তার নিশ্চিত করতে না পারার জন্য ক্ষোভ প্রকাশ করতে থাকে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই বিক্ষুব্ধ ইসরাইলীদের গাড়ি লক্ষ্য করে কেক জাতীয় বস্তু ছুড়ে মারতেও দেখা যায়, যা এক ইসরাইলী পুলিশের মাথায় গিয়ে পড়ে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) অবৈধ রাষ্ট্র ইসরাইলের গুশদান এলাকায় এই ঘটনা ঘটে।

সূত্র: আল জাজিরা


ইহুদিবাদী ইসরাইলের প্রোপাগাণ্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকেছে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আজ বাংলাদেশ সময় রাত ১টায় সংবাদ সম্মেলনটি আয়োজনের কথা রয়েছে। ইংরেজি ভাষায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের প্রতিরোধ সংগ্রাম তুফানুল আকসা ও হামাসকে নিয়ে মিথ্যাচার ও অভিযান সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হবে।

সূত্র: হামাস


ইসরাইলের বর্বরোচিত হামলার সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান নিতে এবার এগিয়ে আসছে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় যে, ইসরাইলের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান গ্রহণ করতে দিকনির্দেশনা দেওয়া হয়েছে ব্রিটিশ রয়েল নেভিকে। রয়েল নেভির ২টি যুদ্ধজাহাজ ও বেশ কয়েকটি পর্যবেক্ষণ বিমান সেই অঞ্চলে ইসরাইলের সমর্থনে তৎপরতা চালাবে।

সূত্র: আনাদোলু


আবার কুদস বিগ্রেডের সাইবার আক্রমণের শিকার ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে এই ঘটনা ঘটে।

অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তেল আবিবের বিভিন্ন ইলেক্ট্রনিক বিলবোর্ডে হঠাৎ পণ্যের বিজ্ঞাপনের পরিবর্তে ফিলিস্তিনের পতাকা উড়ার ভিডিও চলতে শুরু করে। এরপর ৭ অক্টোবর থেকে শুরু হওয়া তুফানুল আকসার ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হতে থাকে।

সূত্র: আল জাজিরা


এরদোগান: আমরা চাই না আমাদের অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ুক। প্রভাবশালী নেতাদেরকে আহবান জানাই তারা যেনো কাউকে অন্ধভাবে সমর্থন ও সহযোগিতা দেওয়ার পরিবর্তে উত্তেজনা কমিয়ে আনতে ভূমিকা পালন করেন।

সূত্র: আনাদোলু


ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতানিয়াহু: হামাসকে পিষে নিশ্চিহ্ন করার পর যুদ্ধ শেষ হবে।

সূত্র: আনাদোলু


গাজ্জায় চলমান সংঘাতে আমেরিকার অবস্থান নিয়ে এরদোগান বলেন: মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের জন্য কোনটি মানানসই? শান্তি পুনরুদ্ধার নাকি আগুনে ইন্ধন যোগানো?

সূত্র: আনাদোলু


বিধ্বস্ত ও বিভীষিকাময় গাজ্জায় মানবিক সহায়তা প্রেরণের জন্য এখনো কোনো মানবিক করিডর ও গাজ্জার বেসামরিক লোকজনের জন্য সেইফ জোন নির্ধারণ করা হয়নি দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন নরওয়েজিয়ান শরণার্থী সংস্থার প্রধান জ্যান এগল্যান্ড।

সূত্র: আল জাজিরা


অপহৃত ইসরায়েলিরা তাদের বাড়িতে ফিরে না আসা পর্যন্ত গাজ্জায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অবৈধ দেশটির জ্বালানি মন্ত্রী ইয়েসরাইল কাটজ।

তিনি বলেন, “অপহৃত ইসরায়েলিরা তাদের বাড়িতে ফিরে না আসা পর্যন্ত কোনও বৈদ্যুতিক সুইচ চালু করা হবে না, কোনও পানির কল চালু করা হবে না ও কোনও ট্রাক জ্বালানী নিয়ে গাজ্জায় প্রবেশ করবে না।”

তিনি আরো বলেন, “আমাদের যেন কেউ মানবতা শেখাতে না আসে।”


বৃহস্পতিবার সকালে, গাজ্জার নিরীহ জনগনকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরাইলের দিকে রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড।


টুইটার থেকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের ভিডিও আপলোড ও শেয়ারের কারণে কয়েক শত একাউন্ট ডিলিট করা হয়েছে বলে জানিয়েছে এর সিইও লিন্ডা ইয়াকারিনো। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে অনুরোধ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।


অবরুদ্ধ গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ১২০৩ জন।আর আহত হয়েছেন ৫৭৬৩ জন।

সূত্র: আল জাজিরা


আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর), ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ ইতিমধ্যে ষষ্ঠ দিনে প্রবেশ করেছে।

আজ স্থানীয় সময় সকাল থেকেই গাজ্জায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের লক্ষ্যবস্তুতে ভয়াবহ আক্রমণ শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী।


বিদ্যুৎ এর অভাবে গাজ্জার হাসপাতালগুলো ‘কবরস্থানে’ পরিণত হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস (আইসিআরসি)।

চিকিৎসা সরঞ্জাম গুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। এছাড়াও হাসপাতালগুলোতে কর্মী ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। ইসরায়েলি বাহিনীর অনবরত বোমা বর্ষণের ফলে গুরুতর আহতের সংখ্যা ঘন্টায় ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে।


এদিকে, গাজ্জায় অবস্থানরত মার্কিন ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মিশরের মধ্য দিয়ে এলাকা পরিত্যাগ করার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে ইসরাইলের সিনিয়র কর্মকর্তা। রিপোর্ট সিএনএন।

তিনি আরো বলেন, বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিতে বিমান পাঠানোর প্রস্তুতি গ্রহণ করেছে।


জাতিসংঘ: ইসরাইলি হামলার ফলে গাজ্জায় মানবিক সংকট তৈরি হয়েছে। ইতিমধ্যে ৩ লাখ ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক বাস্তুচ্যুত হয়েছে।


প্রায় ১৩০০ তে গিয়ে পৌঁছেছে ইসরাইলী নিহতের সংখ্যা। আহত ৩১৯২ জন। অপরদিকে ইহুদিবাদী ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ১১০০ জন ফিলিস্তিনির শাহাদাত বরণ ও ৫৩৩৯ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

সূত্র: আনাদোলু


ইসরাইলকে সমর্থন জানাতে গিয়ে পালালেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি!

বুধবার (১১ অক্টোবর) ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতি সহমর্মিতা ও সমর্থন জানানোর উদ্দেশ্য রাজধানী তেল আবিব গিয়ে পৌঁছেন তিনি।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের বি’ইরুস সাবঈতে আয়োজিত এক কনফারেন্সে ব্রিটেনের পক্ষ থেকে নিহত ও আহত ইসরাইলীদের প্রতি সমবেদনা এবং ইসরাইলের প্রতি সমর্থন জানানোর সময় রকেট হামলার সতর্কতা সাইরেন বেজে উঠে। কালবিলম্ব না করে তিনিও তখন পেছনের সেইফ করিডর দিয়ে কনফারেন্স রুম ত্যাগ করেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চারদিক থেকে হামাসের রকেট উড়ে আসতে থাকায় সতর্কতা সাইরেন বাজছে আর তিনিও দৌড়াতে দৌড়াতে হলরুম ত্যাগ করে একটি সেইফ হাউজে প্রবেশ করছেন।

সহমর্মিতা ও সমর্থন প্রদর্শনে ইসরাইলে যাওয়া এই মন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তার বক্তব্য পূর্ণ করেন।

সূত্র: আল জাজিরা


জেনারেল সিসি: গাজ্জায় মানবিক সহায়তা পৌঁছাতে রাফাহ সীমান্ত উন্মুক্ত রাখতে বদ্ধপরিকর মিশর।

সূত্র: আনাদোলু


জাতিসংঘ: গাজ্জায় ইসরাইলের বিমান হামলায় এখন পর্যন্ত আমাদের ১১জন মানবাধিকার কর্মী নিহত হয়েছে।

সূত্র: আনাদোলু


পুতিন: যুক্তরাষ্ট্র প্রথমে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। এখন আরেকটি সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিচ্ছে। এসব সিদ্ধান্তের কোনো অর্থই তো আমি খুঁজে পাচ্ছি না। তারা কি লেবাননে বোমা বর্ষণ করতে এসেছে? সেখানে তাদের কী কাজ? কী করতে গিয়েছে সেখানে? নাকি কাউকে ধমকাতে ও শুধু ভয় দেখানোর উদ্দেশ্যে সেখানে হানা দিয়েছে? যদি তাই হয়, তবে তাদের জেনে রাখা উচিত, সেখানে এমন লোকদের অবস্থান রয়েছে যারা কোনো কিছুর তোয়াক্কা করে না। কিছুতেই ভয় পায় না।

তিনি আরো বলেন, এভাবে সমস্যার সমাধান করা যায় না। এজন্য সমঝোতার পথ খুঁজে বের করতে হয়। অন্যথায় এধরনের কর্মকাণ্ড পরিস্থিতিকে আরো জটিল করে তুলে।

পরিশেষে তিনি ইঙ্গিত বাচক ভঙ্গিতে আমেরিকার উদ্দেশ্যে বলেন, আশাকরি সাধারণ জ্ঞানের জয় হবে।

সূত্র: আনাদোলু


অভিযান শুরুর প্রথম দিনের ন্যায় আজও ইসরাইলে প্যারা কমান্ডোদের প্রবেশ ঘটেছে। ইসরাইল মিলিটারী ইন্টেলিজেন্স লেবানন থেকে মোট ১৫টি মোটর প্যারাগ্লাইডের অনুপ্রবেশ চিহ্নিত করেছে। এছাড়া আজ বিকালে এক বার্তায় ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির পক্ষ থেকে জানানো হয়েছিলো যে, তাদের উত্তর সীমান্ত এলাকার বিভিন্ন অংশে এমনভাবে হামলা চালানো হচ্ছিলো যে তারা বুঝে উঠতে পারছিলো না যে হামলার উৎস সিরিয়া নাকি লেবানন।

সূত্র: আল জাজিরা


ফিলিস্তিন স্বাধীনতাকামীদের সমর্থনে সিরিয়া থেকে আবার ইসরাইল নিয়ন্ত্রিত গোলান সহ উত্তর ইসরাইলের বিভিন্ন অংশে হামলা চালানো হচ্ছে।

সূত্র: আল জাজিরা


সতর্ক সাইরেনের আওয়াজ শুনতে পেলে বের না হয়ে সকল ইসরাইলীকে বাড়িতে অবস্থান গ্রহণের দিকনির্দেশনা দিলো ইসরাইল।

সূত্র: আল জাজিরা


 

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img