বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জা অবরোধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরাইল : ইইউ

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় অবরোধ সৃষ্টি করে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন।

মঙ্গলবার (১০ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠক থেকে এ মন্তব্য করেন।

বৈঠকে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, গাজ্জা উপত্যকার ওপর ইসরায়েলের চলমান হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে ব্রাসেলস। পাশাপাশি ধারণা করা হচ্ছে-চলমান এই সংকটের মধ্যদিয়ে একটি ইতিবাচক পরিবর্তনের উদ্দীপনা আসবে।

তিনি বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংকটের বিষয়ে নতুন করে আলাপ-আলোচনা শুরুর সুযোগ করে দেবে এটি।

ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক থেকে বলা হয়েছে, ব্যাপকভাবে বোমা ও বিমান হামলা চালিয়ে গাজ্জার প্রতিরোধ যোদ্ধাদের কর্মকাণ্ড থামিয়ে দেওয়া যাবে না, যারা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আকাশ ও স্থলপথে ইসরাইলে ঢুকে পড়েছে।

এর আগে জাতিসংঘ বলেছে, গাজ্জার বিপুল সংখ্যক মানুষের জন্য পানি, বিদ্যুৎ ও খাদ্য বন্ধ করে দিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে হামলা-পাল্টা হামলা আজ পঞ্চম দিনে গড়িয়েছে। দুই পক্ষের হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলছে।

বুধবার (১১ অক্টোবর) ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় ১০৫৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।এছাড়াও আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৪ জনে।

সূত্র : রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img