ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইসরাইল যা করছে, তা কোনও রাষ্ট্রের কর্মকাণ্ড হতে পারে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তিনি বলেন, হামাসের হামলার পর গাজ্জায় ইসরাইলের চলমান হামলা লজ্জাজনক।
বুধবার (১১ অক্টোবর) তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) নেতাদের বৈঠকে তিনি এসব কথা বলন।
এরদোগান বলেন, ইসরায়েলের ভুলে যাওয়া উচিত নয় যে, যদি একটি রাষ্ট্রের পরিবর্তে তারা সংস্থার মতো কাজ করে তাহলে সেটির শেষও হবে সেভাবে। ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী “লজ্জাজনক পদ্ধতি” ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি বলেন, গাজায় অসামঞ্জস্যপূর্ণ এবং নীতিহীন আক্রমণ ইসরায়েলকে বৈশ্বিক জনমতের দৃষ্টিতে একটি অপ্রত্যাশিত এবং অবাঞ্ছিত জায়গায় নিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, বেসামরিক বসতিতে বোমাবর্ষণ, নির্বিচারে বেসামরিক লোকজনকে হত্যা, ওই অঞ্চলে মানবিক সহায়তা নিয়ে আসা যানবাহনে বাধা এবং এসব কাজকে দক্ষতা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করা কেবল একটি (সন্ত্রাসী) সংগঠনের প্রতিফলন হতে পারে, রাষ্ট্রের নয়।
সূত্র: এএফপি