বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ব্রিটেনে ফিলিস্তিনের পতাকা উড়ানো নিয়ে তীর্যক মন্তব্য করলেন ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আক্রমণের পর ব্রিটেনের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে এসব সমাবেশে ফিলিস্তিনের পতাকা উড়ানোর বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন এবং তীর্যক মন্তব্য করেছেন দেশটির ভারতীয় বংশোদ্ভূত স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান।

তিনি ওয়েলস ও ইংল্যান্ডের পুলিশকে একটি চিঠি দিয়ে বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে ফিলিস্তিনের পতাকা উড়ানো বৈধ নয়, যেমন সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার উদ্দেশ্যে।

ভারতীয় বংশোদ্ভূত উগ্র ডানপন্থী এ মন্ত্রী ইতিমধ্যে বেশ কয়েকবার অভিবাসন বিরোধী বক্তব্যের জন্য সমালোচিত হয়েছেন।

তিনি বলেন, “নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন স্বাধীন হবে। এ ধরনের স্লোগানের মাধ্যমে ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার একটি সহিংস ইচ্ছা প্রকাশিত হয়।”

তিনি পুলিশকে এ বিষয়ে তদন্ত করতে বলেছেন যে এই ধরনের স্লোগান জাতিগত বিদ্বেষ মূলক অপরাধের আওতাভুক্ত কিনা।

সমাবেশে অংশগ্রহণ করা ফিলিস্তিনি ও তাদের সমর্থকদের দাবি, এই স্লোগানটি ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনি ও দখলকৃত পশ্চিম তীর এবং গাজ্জা বাসীর সমর্থনে একটি বার্তা প্রদান করে।

উল্লেখ্য, হামাস-ইসরাইল চলমান যুদ্ধে তেল আবিবের পাশে দাঁড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ফোনালাপে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে মোদিকে অবগত করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদী বলেন, “প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোন করে পরিস্থিতি সম্পর্কে আপডেট দিয়েছেন। এর জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। ভারতের মানুষ এই কঠিন সময়ে দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ভারত দৃঢ় ও দ্ব্যর্থহীনভাবে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে।”

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img