সর্বস্তরের জনগণ ও রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
বুধবার (১১ অক্টোবর) এক বার্তায় এই আহবান জানায় সংগঠনটির প্রধান নেতা খালেদ মিশাল।
সংগঠনটির সর্বোচ্চ এই নেতা বলেন, গাজ্জার সাহায্যার্থে ও ইহুদিবাদী ইসরাইলের ক্রমাগত অপরাধ ও লঙ্ঘন রোধে সর্বস্তরের জনগণ ও রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের আমরা রাজনৈতিক আন্দোলন গড়ে তুলার আহবান জানাচ্ছি। কেননা ইউরোপ আমেরিকার গ্রীন সিগন্যাল পেয়ে ও আরব বিশ্বের নিরবতার সুযোগে নেতানিয়াহু বিশ্বকে জ্বালানোর রাজনীতি করছে।
সূত্র: হামাস