শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

প্রকাশনা প্রতিষ্ঠান “নোঙর”-এর যাত্রা শুরু

এস এম সাইফুল ইসলাম


প্রকাশনা প্রতিষ্ঠান “নোঙর”র আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

রাজধানীর পুরানা পল্টনের ভোজন রেস্টুরেন্টে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানে প্রকাশনীটির দুইটি বইয়ের মোড়ক উন্মোচনও করা হয়। বই দুটি হচ্ছে শেখ ফজলুল করীম মারুফ লিখিত ”পীর সাহেব চরমোনাই রহ.-এর  রাজনৈতিক দর্শন” ও আযযাম এস তামিমি লিখিত এবং মারুফ আল আসকারী অনূদিত ”ইসলামী রাষ্ট্রচিন্তার আধুনিক প্রয়োগ”

বই দুইটির মোড়ক উন্মোচন করেন লেখকের বাবা আলহাজ ফজলুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক ও গবেষক শেখ ফজলুল করীম মারুফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দীন, মাওলানা রুহুল আমীন সাদী (সাইমুম সাদী), মুফতী মাসুদুল কাদীর, সাইয়েদ মাহফুজ খন্দকার, নুরুল করীম আকরাম, জিয়াউল আশরাফ, শরিফুল ইসলাম রিয়াদ, বশীর ইবনে জাফর, হাসিব আর রহমান, এমএম শোয়াইব প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img