নেত্রকোনার আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আশরাফুল উলুম সুতারপুর মাদরাসার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
মাদরাসার শিক্ষক মুফতি জাকারিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশকে তথ্য দিচ্ছেন তাই আর কিছু জানাতে পারছেন না।
আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় একজন ডুবে গেলে অন্যজন বাঁচাতে গিয়ে দু’জনই ডুবে যায়।
ওসি আরও জানান, মাদরাসার ছাত্ররা বেশিরভাগ সময় বসে থাকে। ফলে মেরুদণ্ডতে ব্যথা আসায় চিকিৎসকের কাছে গেলে ঘাটে সাঁতার কাটার পরামর্শ দেন চিকিৎসক। সে কারণে হয়তো সাঁতার কাটতে গিয়েছিল। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মাদরাসা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সন্ধ্যার পর ছাত্র গণনা করা হয়। আজ মঙ্গলবার গণনা করার সময় দু’জন কম পাওয়া যায়। পরে বিভিন্ন দিক খোঁজাখুঁজি করে দেখেন তারা দু’জন পানিতে ভেসে রয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
মৃতরা হলো-মদন উপজেলার মাওলানা আব্দুল আহাদের ছেলে আব্দুল্লাহ (২০) ও নেত্রকোনা সদরের মৌগাতি ইউনিয়নের হাটখোলা গ্রামের আব্দুল মালেকের ছেলে আবু সাইদ (২১)।