হজ্ব বা ওমরাহ পালনের সময় নারীর সঙ্গে মাহরাম থাকার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সৌদি আরব।
সোমবার (১১ অক্টোবর) মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত সৌদি দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সৌদির হজ্ব ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ একথা জানান ।
তিনি বলেন, বিশ্বের যেকোনো দেশ থেকে নারীরা সৌদি আরব এসে হজ বা ওমরাহ পালন করবেন। হজ বা ওমরাহ পালনের ক্ষেত্রে কোনো দেশের জন্য কোনো কোটা বা সংখ্যা নির্ধারিত নয়। বিশ্বের যেকোনো দেশ থেকে যেকোনো ভিসা নিয়ে সৌদি আসলে ওমরাহ করা যাবে।
সূত্র: সৌদি গেজেট