বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিশ্রুতি বাইডেনের

spot_imgspot_img

ইউক্রেনকে উন্নত বিমান ব্যবস্থা সরবরাহ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রতি সমর্থন এবং হামলায় ১৪ জন নিহত হওয়ার জন্য রাশিয়াকে কীভাবে দায়বদ্ধ রাখা যায় সে বিষয়ে আলোচনা করতে গ্রুপ অফ সেভেনের একটি জরুরি বৈঠক আয়োজন করা হয়। এই বৈঠকের আগে জেলেনস্কির সঙ্গে একটি ফোন কলে বাইডেন এই প্রতিশ্রুতি দেন।

হোয়াইট হাউসের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাইডেন জেলেনস্কিকে আরও জানান, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন করবে। রাশিয়াকে তার যুদ্ধাপরাধ ও নৃশংসতার জন্য দায়ী করা হবে। ইউক্রেনকে সব ধরনের নিরাপত্তা, অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্রদান করা হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা সোমবারের (১০ অক্টোবর) হামলায় সামরিক কমান্ড, যোগাযোগ সুবিধা এবং শক্তি অবকাঠামো লক্ষ্যবস্তু করেছিল। তবে ইউক্রেন মস্কোকে নির্বিচারে বেসামরিক এলাকায় আঘাত করার অভিযোগ করেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img