ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ সারা ইসরাইলে বিক্ষোভ করেছে।
দখলকৃত ফিলিস্তিনী ভূখণ্ডে শত শত জায়গায় নেতানিয়াহুর বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল হয়।
বিক্ষোভ মিছিল ঠেকানোর জন্য নেতানিয়াহুর সরকার জরুরি অবস্থা জারি করলেও তা উপেক্ষা করেই লোকজন রাস্তায় নেমে আসে। পবিত্র জেরুসালেম বা আল কুদস শহরে নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
নেতানিয়াহুর সরকার করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধের নামে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করে রেখেছে। কিন্তু সেখানকার বিক্ষোভকারীরা এ সমস্ত বিধি নিষেধ উপেক্ষা করেছে।
নেতানিয়াহু বিভিন্ন দুর্নীতি মামলায় এরইমধ্যে অভিযুক্ত হয়েছে এবং তিনি ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে ইজরাইলের লোকজন নেতানিয়াহুকে এরইমধ্যে ‘ক্রাইম মিনিস্টার’ আখ্যা দিয়েছে। কেউ কেউ তাকে ‘করাপ্ট ইয়াহু’ নামে আখ্যায়িত করেছে।