মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক পদে কওমি আলেমদের নিয়োগ নিশ্চিত করতে হবে : আবদুল গফফার

স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক পদে অবিলম্বে কওমি আলেমদের নিয়োগ নিশ্চিত করতে হবে বলে দাবি জানিয়েছেন, তরুণ উলামা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুফতী আবদুল গাফফার।

বুধবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বৈষম্য বিরোধী আন্দোলনে ৭০ এর অধিক হাফেজ-আলেম শাহাদাত বরণ করেছেন। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান এবং রাষ্ট্রীয় কাজে এখনো আলেমদের অন্তর্ভুক্তি না করায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

আবদুল গফফার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বপ্রথম যারা শহীদ হয়েছেন তার মধ্যে অন্যতম হলেন উত্তরার তরুণ আলেম মাওলানা জসিম উদ্দিন। উত্তরার দীনী প্রতিষ্ঠান দলিপাড়া মাদ্রাসার সাবেক এই ছাত্রসহ প্রায় হাজার মানুষের কুরবানীর উপর দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে অন্তবর্তীকালীন সরকার।

তিনি বলেন, আলেমরা কোন কিছু পাওয়ার আশায় কোন কাজ করে না। তবে তরুণ প্রজন্ম যে পরিবর্তন চেয়েছে এর সাথে একাত্ম হয়ে আলেমরা নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছে। সুতরাং রাষ্ট্রীয় কাজে তরুণ আলেমদের অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। সে হিসাবে দেশের প্রত্যেকটি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শূন্য ধর্মীয় শিক্ষক পদে সনদধারী কওমি আলেমদের নিয়োগ নিশ্চিত করতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img