চাহিদা থাকার কারণে বাংলাদেশ থেকে পাট ও পাটজাতীয় পণ্য নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত পাক হাইকমিশনার।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান তিনি।
সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ করার বিষয়ে দুই দেশ একমত হয়।
পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ থেকে মৎস্য সেক্টরে গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে বিশেষ সহযোগিতা পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশ নিরাপদ মাছ, মাংস ও কৃষিজাত পণ্য উৎপাদনের বিষয়ে পরস্পরকে সহযোগিতার বিষয়ে একমত হয়।