গত ১ বছরে কুরআন-তাফসির সংশ্লিষ্ট ৪২টি অভিযোগ-সন্দেহ রাষ্ট্রীয়ভাবে দূর করেছে আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়ার সরকার।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) হজ্ব ও আওকাফ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
হজ্ব ও আওকাফ মন্ত্রণালয়ের শায়েখ আজিজুর রহমান মনসুর বলেন, বিভিন্ন বিষয়ে কুরআন, তাফসির ও কুরআনের বার্তার সত্যতা নিয়ে উত্থাপিত ৪২টি অভিযোগ-সন্দেহ দূর করতে কুরআনের সত্যতার স্বপক্ষে ব্যাখ্যা প্রকাশ করেছে ইমারাতে ইসলামিয়া সরকারের হজ্ব ও আওকাফ মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন বিষয়ে রাষ্ট্রীয়ভাবে ৩৫৩টি ফতোয়া জারি করা হয়েছে। গবেষণাকর্ম প্রকাশ করা হয়েছে ৭টি।
তিনি আরো বলেন, ইরানের অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় আমাদের এক কারী বিচারক হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগী হিসেবে এতে অংশগ্রহণকারীদের ৩জন সাফল্য ও সুনাম কুড়ায়। এছাড়া আরো ২জন তুরস্কের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সুনাম ও সাফল্য অর্জনে সক্ষম হয়।
সূত্র: আরটিএ