বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

গাজ্জায় ইসরাইলের অপরাধ থামাতে পদক্ষেপ না নেওয়া দেশগুলোও সমান অপরাধী: তুরস্ক

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার একটি স্কুলে আশ্রয় গ্রহণ করা শরণার্থীদের উপর মিসাইল হামলা চালিয়ে অন্তত ১০০ ফিলিস্তিনিকে শহীদ করেছে ইসরাইলি দখলদার বাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। একই সঙ্গে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলের দ্বারা সংগঠিত অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বের যেসব দেশ কোনও ধরনের পদক্ষেপ নেয় না তারাও ইসরাইলের মতো সমান অপরাধী।

শনিবার (১০ আগস্ট) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, এই বোমা হামলার মাধ্যমে গাজ্জায় নতুন ধরনের মানবতাবিরোধী অপরাধের সূচনা করেছে ইসরাইল।

বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার ঘটনা আবারও প্রমাণ করে যে, গাজ্জায় একটি স্থায়ী যুদ্ধ বিরতির আলোচনা বাধাগ্রস্ত করতে চায় ইসরাইল।

উল্লেখ্য, গাজ্জার সরকারি অফিস জানিয়েছে, শুক্রবার ফজরের নামাজের সময় গাজ্জার আল তাবেঈন স্কুলে মিসাইল হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যারা স্কুলটিতে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেছিল।

সূত্র: ইয়ানি শাফাক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img