রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

গাজ্জায় ৬৫ দিনে কোনো সাহায্য প্রবেশ করেনি

গাজ্জার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে গত ৬৫ দিনে গাজ্জায় কোনো সাহায্য প্রবেশ করেনি।

বুধবার (১০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জার মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক অবরুদ্ধ গাজ্জায় মানবিক সাহায্যের প্রবেশ রোধ করায় শিশু ও অসুস্থসহ হাজার হাজার বেসামরিক নাগরিকের জীবন হুমকির মুখে পড়েছে। এদিকে, হাজার হাজার টন সাহায্য ও চিকিৎসা সরঞ্জাম গাজার সীমান্ত ক্রসিংয়ের অপর প্রান্তে জমা হচ্ছে। অথচ সেগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না।

এটি এমন এক নৃসংসতা, যাতে ইসরাইলি আক্রমণ সমর্থনকারী বিভিন্ন দেশের নৈতিক অবক্ষয়কে প্রতিফলিত হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরাইলের এহেন সিদ্ধান্তকে আমরা নিন্দা জানাই। একইসাথে এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কারণ, যুদ্ধের অস্ত্র হিসেবে ‘অনাহার নীতি’ আন্তর্জাতিক নিয়মে নিষিদ্ধ।

সূত্র : আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img