শনিবার, মে ১১, ২০২৪

সিরিয়ায় দায়েশের পুতে রাখা মাইন বিস্ফোরণে ৬ জন নিহত

সিরিয়ায় মাইন বিস্ফোরণে ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এ ঘটনার জন্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ সংগঠন দায়েশকে দায়ী করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সোমবার (১০ এপ্রিল) পূর্ব সিরিয়ার দেইর ইজ-জোর প্রদেশের গ্রামাঞ্চলে স্থলমাইনটি বিস্ফোরিত হয়।

সানা জানিয়েছে, মাইন বিস্ফোরণে নিহত হওয়া ব্যক্তিরা সে সময় ট্রাফল (মৌসুমী ফল) সংগ্রহ করছিল।

ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা “সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস” জানিয়েছে ২০১১ সাল থেকে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে এ পর্যন্ত কমপক্ষে ৩৩৫৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

উল্লেখ্য; ২০১৭ সালের নভেম্বরে ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে অবস্থিত দেইর ইজ-জোর অঞ্চল থেকে দায়েসকে বিতাড়িত করা হয়। এরপর থেকে এ অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে সিরিয়া সরকারের হাতে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img