মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

সপ্তাহব্যাপী ‘কঠোর বিধিনিষেধ’ শেষ হচ্ছে আজ; ১৪ এপ্রিল শুরু সর্বাত্মক লকডাউন

করোনা সংক্রমণের উধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের দেওয়া ‘কঠোর বিধিনিষেধ’ শেষ হচ্ছে আজ। এরপর আগামী বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। কিন্তু বিধি নিষেধ ও লকডাউনের মাঝে ১২ ও ১৩ এপ্রিল দুই দিন গ্যাপ রয়ে যাচ্ছে। এই দুই দিন কীভাবে কাটাবে বাংলাদেশ?

অনেকে বলছেন, এই দুইদিন যদি কোনো কড়াকড়ি না থাকে, তাহলে অনেক মানুষ গ্রামমুখী হবেন। এতে করে তারা গ্রামে করোনা ছড়াতে বিশেষ ভূমিকা রাখবেন, যা কাম্য নয়। তাই এই দুদিন নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যা আজ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এই ব্যাপারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ১২ ও ১৩ এপ্রিলের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে সংক্রমণের এই উর্ধ্বগতিতে দূরপাল্লার গাড়ি চলতে দিলে মানুষের যাতায়াত বেড়ে যাবে। কেউ ঢাকা ছাড়বে, আবার কেউ গ্রাম থেকে ঢাকা আসবে। শুধু ঢাকা নয়, সারা দেশের মানুষ চলাচল শুরু করে দিবে। এই পরিস্থিতিতে সেটা কাম্য নয়।

তিনি বলেন, আজ আমরা বৈঠকে বসব। সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কথা হবে সেখানে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img