ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, সরকারের সদিচ্ছার অভাব, অব্যবস্থাপনা, দুর্নীতি ও নির্বাচনের জালিয়াতির খেসারত দিচ্ছে ঢাকার কোটি মানুষ। জনস্বাস্থ্যের এই ভয়ংকর পরিস্থিতি মেনে নেওয়া যায় না।
বৃহস্পতিবার (১১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বায়ু, পানি, শব্দ দূষণে বসবাসের অযোগ্য শহরের তালিকায় বহুদিন ধরেই শীর্ষে অবস্থান করছে ঢাকা। পরিবেশ দূষণের কারণে শ্বাসতন্ত্রের রোগ, অ্যালার্জি, হাঁপানি, নিউমোনিয়া,যক্ষ্মা, ফুসফুস ক্যান্সার, টাইফয়েড ও জন্ডিসের মতো রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে ঢাকার মানুষ।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজধানী আজ দূষণের রাজধানীতে পরিণত হয়েছে। সরকারের সদিচ্ছার অভাব, অব্যবস্থাপনা, দুর্নীতি ও নির্বাচনের জালিয়াতির খেসারত দিচ্ছে ঢাকার কোটি মানুষ। জনস্বাস্থ্যের এই ভয়ংকর পরিস্থিতি মেনে নেওয়া যায় না।
চরমোনাই পীর বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মানুষ তাদের পছন্দমতো জনপ্রতিনিধি বেছে নিতে পারেনি। তথাকথিত নির্বাচিত জনপ্রতিনিধিরা দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত। তাদের এই অবহেলা, অব্যবস্থাপনা ঐতিহ্যবাহী ঢাকাকে দূষণের কেন্দ্রে পরিণত করেছে।