হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ সুমন মিয়া ও তৌহিদুল ইসলাম নামে দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে জেদ্দা থেকে ছেড়ে আসা এসবি ৩৫৮৪ বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে দুইজনকে সন্দেহ হলে আগমনী টার্মিনালের বহিরাঙ্গন থেকে সুমন মিয়া, তৌহিদুল ইসলামকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরে তাদের কাছ থেকে আড়াই কেজি সোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আড়াই কেজি সোনার বাজার মূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই জানায়, তারা দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে সম্পৃক্ত। অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশ থেকে সোনার বার আনা অপরাধ। জব্দকৃত সোনার বার কাস্টমস কর্তৃপক্ষের গুদামে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থানায় মামলা করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।